Posts

Showing posts from February, 2020

কুকুরের কান্না

একটি ভাল কুকুর কোনদিন কুকাজ করা না দেখলে তাড়া করে না আর কামড় দিতেও আসে না।কুকুরকে প্রভু ভক্ত প্রানি বলা হয়। প্রত্যেকটি কুকুরই মানুষের ভক্ত হয়ে থাকে। আমার অভিজ্ঞতা থেকে যে কুকুরকে আমি চিনাতাম অথবা জানতাম তার কথাই এখন আমি লিখতে যাচ্ছি,,, কুকুরের নাম ছিল কাল্লো, কাল্লো বললে কুকুরটি তার মন থেকে লেজ নাড়িয়ে ভালবাসা দেখাতো যেকোন মানষের প্রতি। এই কুকুরের প্রতি আমরা এত বিশ্বস্ত ছিলাম যে বাড়িতে এই কাল্লোকে রেখে গেলে নিশ্চিন্তে যেকোন জায়গাতে কাটানো যেত।কুকুরটির এত ভালবাসা ছিল অন্যকেউ না দেখলে বিশ্বাস করানো হইতো সম্ভব হয়ে উঠবে না। কাল্লোর কয়েকটি গুনও আছে,, কাল্লো অনেক অনেক সাহসী, মানূষের প্রতি ভক্তি,কেঊ আসলে লেজ নারিয়ে কাউকে জিজ্ঞাসা করা, তার চোখে যে জিনিস অন্যায় মনে হয় সেট তার মুখের ভাব-ভঙ্গির মাধ্যমে প্রকাশ করতে পাড়া।এমন একটি কুকুর সাথে থাকলে যেকোন জাগাতেই নিরাপদ লাগে। কাল্লো কুকুরটা মেয়ে কুকুর ছিল, কুকুরের কয়েকটা মাস আছে যেখানে তারাও মানুষের মত বাচ্চা জন্ম দান করে। কাল্লোও তেমনি একটা মাসে গর্ভবতী হয়ে যাই। কিন্তু আগের মতই হাসিখুশি থাকতো বুঝা কিছুটা কঠিন ছিল সে যে গর্ভবতী। কিন্তু হঠাৎ হঠাৎ করা ভম...