আমাদের সমাজের কিছু পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তন বিষয় নিয়েই আজকের আমার সহভাগিতা। আমরা ছোট থেকে যা শিখে আসছি বা জেনে আসছি আমরা তাই বিশ্বাস করি বা আগের মতই সেইরূপ আচরণ করতে অভ্যস্ত আমরা। আজকে আমি কিছু দ্বিমত পোষণ করব। ১। অনেক বাবা-মা আত্নীয়-স্বজনরা এবং অনেকেই তুলনা করে কথা বলে যেন আমাদের মধ্যে একটা জেদ কাজ করে কিন্তু আসলে কি তা টিক? আমার মতামত অনুযায়ী আমি মনে করি কারোর সাথে কারোর তুলনা করা উচিত না কারণ সবার গুন তো একই রকম থাকে না। একেকজন একেকরকম কাজে দক্ষ। ২। অনেক অভিভাবক বলে থাকেন যে তর বন্ধু এইটা করে সেইটা করে কত কি আর বলে তুই পারস না কেন তুই কি ভাত খাস না,তরে কি আমি ভাত দেয় না,তুই যা খাস তর বন্ধুওতো তাই খাই পারস না কেন? আচ্ছ একটু চিন্তা করেন এমনটা বলা কি টিক নাকি? যদি তার সন্তান বিপরীতে প্রশ্ন করে আমাদের প্রধান মন্রী শেখ হাসিনাও তো মেয়ে সে যা খাই তুমিও তো তাই খাও তুমি প্রধান মন্ত্রী হলে না কেন? আপনারা নিশ্চয়ই জেনে গেছেন সন্তানের প্রশ্নের উত্তর কি হতে পারে।। উত্তরটা আমিই দিয়ে দিচ্ছি,, অভিভাবক হয়ে হইতো বলবে আমার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই,পড়াশুনাতে আমি ভাল ছিলাম,তারপর বলবে যে চ...