সমাজের পরিবর্তন প্রয়োজন
আমাদের সমাজের কিছু পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তন বিষয় নিয়েই আজকের আমার সহভাগিতা।
আমরা ছোট থেকে যা শিখে আসছি বা জেনে আসছি আমরা তাই বিশ্বাস করি বা আগের মতই সেইরূপ আচরণ করতে অভ্যস্ত আমরা। আজকে আমি কিছু দ্বিমত পোষণ করব।

৩। অনেক অভিভাবক এবং অনেক মানুষ আছে যদি কেউ কিছু করার আগ্রহ প্রকাশ করে সেখানে নিরুৎসাহিত করে এখন বলি কিভাবে,, অনেক মানুষ আছে যারা নতুন কিছু করে অন্যরা যা পারেনাই সেটা করতে চেষ্টা কিরে কিন্তু যখন কেউ বলে a.তোমার ভাইও তো এইরকম পড়াশুনা করেছিল কিছু করেছে নাকি, তুমি তার মতো কইরো না এইগুলা চিন্তা বাদ দেও,,
b.এই কাজে কোন লাভ হয়না আমিও করেছিলাম অযথা সময় নষ্ট,
c.আবার যারা পড়াশুনা করছে শুধু পড়াশুনা খুব ভাল ভাবে পড়ছে তাদের সামনে যদি বলে যে আমিও পড়েছিলাম এই সেক্টরে কোন লাভ হয়নাই, অনেকেই পড়ে কিন্তু লাভ হয়না তোমারো লাভ হবেনা।।হঠাৎ কয়েকজন জীবিকা নির্বাহ করতে পারে পড়াশুন করে।।ভাল হবে পড়াশুনা না করে কাজ কর/ব্যবসা সামলাও।
d.অনেক অভিভাবক আছেন যারা শুধু খারাপ কাজগুলো বেশি ইঙ্গিত করে উদাহরণ হিসাবে যেমন বলবে যে ওখানে যাইয়া অনেক ছেলেরা খারাও হইতাসে নেশা করে ভাল না আবার বলে এই সেক্টরে কাজ করে সংসার চলে না এমন অনেকের উদাহরণ দেয়।।
এখন আসল কথায় আসি আচ্ছা এরূপ আচরণ করে নিরুৎসাহিত করাটা কি টিক?
শুধু খারাপ উদাহরণ কেন,
উদাহরণ তো ভাল গুলো দিলেও হয় যেমন,, অমুখ তমুখ তো ওইখানে পড়েই ওই পর্যায়ে,
এইগুলো করে অনেক উন্নতি করা যায় উদাহরণস্বরূপ কাউকেতো দেখানো যায়।
Comments
Post a Comment