Popular posts from this blog
রক্ত দানের উপকারিতা কি কি?
save lives donate blood. জেনে নেওয়া যাক রক্ত দান করলে আমাদের উপকারীতা কি কি? তার আগে কিছু কথা বলি,, আমাদের দেশে চোখে পড়া এমন অনেক মানুষ আছেন যারা সেচ্ছায় রক্ত দান করতে আগ্রহী তাদের প্রতি জানাই হাজারো সালাম। তাদের এক ব্যাগ রক্তে বেচে যায় একজন মানুষের জীবন। এই মহান কাজটা করার জন্যও একটু সাহসের প্রয়োজন যা সবার মধ্যে নেই। তাদের উদ্দেশ্যেই কিছু তথ্য দিব। রক্তদানের উপকারীতা সম্পর্কে আমাদের সমাজে আমরা একটু অজ্ঞ। কেউ কেউ রক্তদান করার ক্ষমতা থাকা সত্ত্বেও রক্ত দান করতে আগ্রহী নয় তার প্রধান কারন হচ্ছে সিরিঞ্জ/ সুই এর জন্য ভয় আবার তার প্রতিক্রিয়া আছে কি না তার জন্য ভয় ভীতি। বাস্তবে রক্তদানে তেমন ভয় পাওয়ার তেমন কিছুই নেই তবে একজন পূর্ণবয়স্ক মানুষই রক্তদান করতে পারবে যাদের বয়স ১৮ থেকে ৬০ বছয় এবং ওজন ৪৫ এর উপরে। পূর্ণবয়স্ক সুস্থ মানুষ প্রতি তিন মাস অন্তর একবার রক্ত দিতে পারে এতে সাস্থ্যের কোন রকম প্রভাব ফেলে না। তবে রক্ত দানের মত মহৎ কাজে আমাদের যে উপকারিতা রয়েছে সে কথা কয়জনই বা জানি? ★ উপকারিতাঃ বিভিন্ন ডাক্তার এবং গবেষকদের গবেষণার মাধ্যমে উপকারীদিকগুলো দেওয়া হল; ১. একজন সুস্থ মানুষের শরীরে পাচঁ...
সফল হওয়ার জন্য যা দরকার
প্রতীকি ছবি জীবনে সফল হতে চাইলে যে কাজগুলো আমাদের করা উচিত। ১.অন্যকে দোষারোপ করা বন্ধ করুন আমরা সবাই জানি অন্যকে দোষারোপ করা ভালো না এইটা এক ধরনের বিবেকহীন কাজ। অন্যকে দোষারোপ না করে তার ভুল সংশোধন করে দেওয়াটাই একজন প্রকৃত মানুষের কাজ। এইখানে তারও উপকার হল আর আপনিও বিবেকহীন কাজ থেকে বিরত থাকতে পারবেন। ২.সবসময় হ্যা বলা না করতে শিখুন - জীবনের প্রয়োজনে আমাদেরকে অনেক মানুষের সাথে চলাচল করতে হয় যেখানে ভাল খারাপ উভয় মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়। খারাপ কাজকে গভীরভাবে না বলতে শিখতে হবে। অসৎ মানুষ থেকে দূরে থাকায় ভাল, তাদের কাছ থেকে দূরে থাকলে আপনার খারাপ কাজের প্রবনতা থেকেও দূরে থাকতে পারবেন। ৩. নিজেকে বিশ্বাস করতে শিখুন অর্থাৎ আত্মবিশ্বাসী হউন সর্বপ্রথম আপনার নিজেকে ছোট করা থেকে বিরত রাখা শিখতে হবে তাহলেই আপনি যেকোন কাজ সাহসের সাথে করতে পারবেন এবং সফল হতে পারবেন। এই আত্মবিশ্বাসই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ৪.নিজের কাজগুলোকে ছোট করে দেখা বন্ধ করতে হবে। সবসময় মনে রাখতে হবে আপনার কাজ আপনারই থাকবে কেউ এসে আপনার কাজ করে দিবে না। তাই অবহেলা করা থেকে দূরে থাকায় শ্রেয়। তাই নিজের...
Comments
Post a Comment