পরিকল্পিত দিন মন ভাল রাখতে সাহায্য করে (Experience of collecting garo murphy)
প্রতিদিনের দিনই আমার কিছু একটা করার পরিকল্পনা থাকে সেটা মাঝে মাঝে সফল হয় আবার মাঝে মাঝে হয় না। পরিকল্পনা করার পর কোনো কাজ সফলভাবে করতে না পারলে খারাপ লাগে বটে কিন্তু খারাপ লাগা থেকেও অনেক কিছু শেখা যায় যেমন আমার সারাদিনের পরিকল্পনার একটা অংশ ক্রিকেট খেলা। ক্রিকেটে খেলা কোন কারনে না হলে মনে মনে ভেবে নেয় আমার খেলা হয়ে গেছে আমি ক্রিকেট খেলায় ভাল খেলেছি। মনের এই একটু খানি সন্তুষ্টি সারাদিন আমার মন ভাল রাখতে পারে। ব্যর্থটাও তো একটা চ্যালেঞ্জ সেটাও শিখা যায়। যাইহোক আজকে সফলতার অভিজ্ঞতা বলি। আজকের দিনটা আমার সফল কারণ আমি যা পরিকল্পনা করেছিলাম তাই করতে পেরেছি। আমার এই ক্ষুদ্র সফলতাই আজকে সহভাগিতা,, বর্তমান সময় করোনা ভাইরাস যেন ছড়িয়ে না পরে তার জন্য অনির্দিষ্টকালের ছুটি সরকার থেকে ঘোষিত যেটা করোনা ছুটিও বলা যায়। এই সময় লক ডাউনও চলে আমার তেমন কিছু করারও নাই। তাই ছোট ছোট পরিকল্পনা করে সময়টা পার করে দিচ্ছি যেমন টিভি দেখা, মুভি দেখা, একটু বই পড়া, বাগানে একটু কাজ করার, পরিবারের সাথে একটু সময় দেওয়া এইভাবেই যাচ্ছে। আজকে তার তেমন বেশি ব্যতিক্রম না তবে কিছুটা ব্যতক্রিম। সকালবেলা উঠলাম তেমন সকালও না, ঘু...