হারিয়ে যাওয়া জাল্ জিনিসটা
আমাদের দেশের অনেক ঐতিহ্যবাহী জিনিস হারিয়ে যাচ্ছে। আজকে এমনি এক হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জিনিস নিয়ে সংক্ষেপে সহভাগিতা,,,
জাল্ ---- যা এটেল মাটি দিয়ে তৈরি করা একটি জিনিস। সাধারণত গ্রামের মধ্যবিত্ত মানুষরা এই জাল ব্যবহার করত। আমাদের দেশে বিভিন্ন ধরনের জাল্ দেখা যেত বড়, ছোট,মাঝারি সব ধরনের সেই জালে্ সুন্দর সুন্দর নকশা করা থাকত। আবার সব গুলোতে থাকতো না। এই জাল্ জিনিসটা সাধারণত ধান,গম,ভুট্টা রাখার জন্য ব্যবহৃত হত। এখন চাইলেও আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো খুজে পাওয়া যায় না। জাল্ও এমনি এক হারিয়ে যাওয়া আমাদের ঐতিহ্য।
Comments
Post a Comment